চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৪০ ফুট গভীর খাদে পড়ে অন্ততপক্ষে সাত পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গামাটি ঝুলন্ত সেতু পর্যটন বিজিবি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাসটি ৪০ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি রাবেয়া ওয়ার্কসপ থেকে সকালে রাঙামাটি আসে। রাঙামাটি ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামে যাওয়ার পথে বাসটি ব্যাক গিয়ার দিলে প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। আসমা আক্তার (৪০) নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।