1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
যৌন হয়রানি, মেডিকেল ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়! - ২৪ ঘন্টাই খবর

যৌন হয়রানি, মেডিকেল ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭১০ বার পঠিত

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঐ কলেজের এক ছাত্রী এ অভিযোগ তুলেছেন।এ নিয়ে ঐ ছাত্রী জিডিও করেছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক

স্ট্যাটাসে তিনি লেখেন, ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের অবশ্যই ভয় পাবে কিন্তু সেটা শ্রদ্ধার চোখে, কোনো অসাধু শিক্ষকের অনৈতিক প্রস্তাব না মানায় পরীক্ষায় বার বার ফেল হওয়ার ভয়ে নয়।তিনি আরো লেখেন, মেডিকেল কলেজে এত দিন আছি। এ প্রথম এ রকম অপ্রীতিকর

প্রস্তাবের সম্মুখীন হলাম। যদিও এখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই একই শিক্ষকের দ্বারা বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। এখন আমি যাতে আর সামনে না আগাই সে জন্য বিভিন্ন দিক দিয়ে নতুন নতুন হুমকি

দেওয়া হচ্ছে।ওই শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ওই শিক্ষক। তার বাসায় না এলে একই শিক্ষাবর্ষে অনেক বছর রেখে দেওয়ারও হুমকি দেন তিনি। সর্বশেষ গত ২২ ডিসেম্বর কলেজ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়ায় বাধ্য হয়ে থানায় জিডি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com