রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে বের হয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে
ভোলেননি ইউনাইটেডভক্তরা। যদিও এতদিন চুপ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তবে এবার মুখ খুললেন ইউনাইটেড কোচ টেন হ্যাগ। এমন কর্মকাণ্ডে বেজায়
খেপেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই না করায় রেড ডেভিল শিবির ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এ জন্য প্রাক-মৌসুম সফরের অধিকাংশ সময় দলের সঙ্গে
ছিলেন না রন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, ‘রোববার রাজা খেলবেন’। সে অনুযায়ী রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামেন সিআরসেভেন। নতুন কোচ
এরিক টেন হ্যাগের অধীন যেটি রনের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচে প্রত্যাবর্তনটা রাজার মতো হয়নি রোনালদোর। ম্যাচের শুরুতে মাঠে নেমে প্রথমার্ধের পুরোটা খেলেন সিআরসেভেন। এ সময়ে ভায়োকানোর
গোল পোস্টে একটি শট নিলেও তা ছিল লক্ষ্যভ্রষ্ট। পর্তুগিজ তারকার এমন ছন্দহীন পারফরম্যান্সে প্রথমার্ধের শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন টেন হ্যাগ। বিষয়টি হয়তো
স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি রন। তাই খেলা শেষ হওয়ার আগেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়েন ক্ষুব্ধ রন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে
দেখা যায়, ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়ছেন এই পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডভক্তরা। কোচের অনুমতি
নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো, নাকি কোচের ওপর চটে ম্যাচ শেষের আগেই ডাগআউট ছেড়েছেন রন–সেটি নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও এরই মধ্যে ম্যানইউ জানিয়েছে, এটা নিয়ে মাথাব্যথা নেই তাদের। তবে
শিষ্যকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েই রাখলেন ইউনাইটেড কোচ। ডাচ এই কোচ ভায়াপ্লে স্পোর্টকে বলেন, ‘এটা অগ্রহণযোগ্য। সবার জন্যই। আমি আবারও বলছি, এটা অগ্রহণযোগ্য। আমরা একটা টিম, একটা দল। সবার উচিত, খেলা শেষ হওয়া
পর্যন্ত অপেক্ষা করা।’আগামী সপ্তাহে ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে দলের সঙ্গে রোনালদো থাকবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।