1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
যশোর বোর্ডে এসএসসির টেস্ট পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ - ২৪ ঘন্টাই খবর

যশোর বোর্ডে এসএসসির টেস্ট পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

আগামী ১৮ অক্টোবর থেকে যশোর বোর্ডের স্কুলগুলোতে এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ বোর্ডের অধিভুক্ত স্কুলগুলো নির্বাচনী পরীক্ষা চলবে। এ পরীক্ষা

সূচি প্রকাশ করেছে যশোর বোর্ড। জানা গেছে, এবার সব বিষয়ের পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। আগামী ১৪ অক্টোবর

থেকে ১৭ অক্টোবরের মধ্যে যশোর বোর্ডের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পরীক্ষামূলক নমুনা প্রশ্ন ডাউনলোড করতে হবে। বোর্ড প্রকাশিত সূচিতে যেসব বিষয় উল্লেখ নেই

সেসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধান নিজ দায়িত্বে প্রশ্ন প্রণয়ন করে ও বোর্ডের সূচির সঙ্গে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন। আর সময়সূচিতে উল্লেখিত বিষয়ের পরীক্ষা বোড থেকে সরবরাহ করা প্রশ্নপত্রে গ্রহণ

করতে হবে। এ পরীক্ষা বোর্ড নির্ধারিত বিষয়ের পরীক্ষার অন্য কোনো প্রশ্নে নেয়া যাবে না। টেস্ট পরীক্ষায় কোনো পরীক্ষার্থীদের অ্যানালগ ঘড়ি বা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com