1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মোদির জন্মদিনে যা বললেন রাহুল গান্ধী - ২৪ ঘন্টাই খবর

মোদির জন্মদিনে যা বললেন রাহুল গান্ধী

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৮ বার পঠিত

বিজয়ের বাংলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন আজ। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বরাবরই মোদি সরকারের সমালোচনায় সরব হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মোদির জন্মদিনে সেসব ভুলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী।

এদিন টুইটার পোস্টে রাহুল গান্ধি জানান, শুভ জন্মদিন মোদিজি।

মোদির আরেক কড়া সমালোচক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনিও মোদিকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। আমরা সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।

মোদির জন্মদিনে তার সমর্থক আর সমালোচকদের প্রায় সবাই টুইটারে তাকে ‘হ্যাপিবিডেমোদিজি’ হ্যাশট্যাগে শুভেচ্ছা জানিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মোদির জন্মদিন উদযাপন উপলক্ষে তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন বিজেপি। এরমধ্যে রয়েছে জনগণের মধ্যে ‘ধন্যবাদ’ পোস্টকার্ড বিতরণ, টিকাদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com