বিজয়ের বাংলাঃ- মৃ’ত ব্যক্তির পাশে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ?আমাদের সমাজে সাধারণত কোন মানুষ মা’রা গেলে তাকে দাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নারী-পুরুষ অথবা হুজুর ডেকে কোরআন তেলাওয়াত এবং
দোয়া-দরুদ পড়ার একটা চল রয়েছে। তবে ইসলাম এই বিষয়ে কি বিধান দিচ্ছে? আসুন জেনে নেই… গোসল করানোর পূর্বে মৃ’ত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা অনুচিত। উত্তম হলো,
গোসলের পরে তেলাওয়াত করা। তবে মৃত ব্যক্তির পাশে দোয়া-দরুদ পড়া সর্বাবস্থায়ই জায়েজ। তবে গাইরে মাহরাম নারী-পুরুষ পাশাপাশি বসে কোরআন তেলাওয়াত এবং দোয়া-দরুদ পড়া জায়েজ নয়। আর হুজুর
ডেকে এনে কোরআন তেলাওয়াত এবং দোয়া-দরুদ পড়াকে আবশ্যক মনে না করলে জায়েজ আছে। পুরুষ মাইয়েতের ক্ষেত্রে মাহরাম নারী ছাড়া অন্য কোনো নারী কর্তৃক কোরআন তেলাওয়াত এবং দোয়া-দরুদ পড়া অনুচিত। তবে হ্যাঁ, পড়তে চাইলে অন্য
কোনো রুমে বা দূরবর্তী স্থানে বসে পড়বে। তাবয়িনুল হাকায়েক ১/৫৬৪; শরহুল মুনয়া পৃষ্ঠা ৫৭৭; আলবাহরুর রায়েক ২/১৭১; হালবাতুল মুজাল্লি ২/৫৯৭; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর ১/৩৬৫