রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং আরও ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এই তদন্তের প্রতিবেদন জমা দিতে পঞ্চম বারের মতো সময় পেল
তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক গোলাম মোক্তার আশরাফুদ্দিন আদালতে সময় চেয়ে আবেদন করেন।মঙ্গলবার (২৮ ডিসেম্বর)
সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তদন্ত কর্মকর্তাকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।তদন্ত প্রতিবেদন জমা দিতে এ নিয়ে পঞ্চম বারের মতো সময় নিলো পিবিআই। গত ৮ ডিসেম্বর একই আদালত প্রতিবেদন জমা
দেওয়ার জন্য আজকের তারিখ নির্ধারণ করে আদেশ দিয়েছিলেন।গুলশানের একটি বাসা থেকে মরদেহ উদ্ধারের পরে চলতি বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। এজাহারে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।