1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মিসরে বাংলাদেশের অন্ধ হাফেজের বিশ্বজয় - ২৪ ঘন্টাই খবর

মিসরে বাংলাদেশের অন্ধ হাফেজের বিশ্বজয়

  • আপডেট করা হয়েছে: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

মিসরের কায়রোয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসেন। পরিপূর্ণ ৩০ পারা হিফজুল কোরআনের (তাজভিদ) সেই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের প্রতিযোগী।

শনিবার (০৪ জানুয়ারি) কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এর মধ্যে রয়েছে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার এবং ১ লাখ মিসরীয় পাউন্ড।

অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিসরের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন। আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিসরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।

ঢাকার যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল, তানভির হোসেনের শিক্ষক ও সফরসঙ্গী নেছার আহমেদ আন নাছিরি বলেন, আমার ছাত্র অন্ধ হাফেজ তানভীর খুব ভালো তেলাওয়াত করেছে। এর আগেও সে একাধিকবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসেন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে তিনি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com