1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মা ইলিশ ধরায় ৪৭ জেলে আটক - ২৪ ঘন্টাই খবর

মা ইলিশ ধরায় ৪৭ জেলে আটক

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭৬৯ বার পঠিত

বিজয়ের বাংলা: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৪৭ জেলেকে আটক করেছে আনসার ভিডিপি, র‌্যাব ও পুলিশ।

শনিবার সকালে জাজিরা উপজেলার বড়কান্দি, বিলাশপুর, নড়িয়া উপজেলার মোক্তারের চর ও গড়িসার এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় বলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান।

এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল, প্রায় ৫০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন- সাকিব মাদবর (১৬), জলিল মাদবর (৪০), লিটন বেপারী (৩০), মনির মুন্সি (৩৫), ফরহাদ বেপারী (৪০), জাহিদ সরদার (২৮), সোহেল মিয়া (৪৬), মিজানুর রহমানসহ (২৬) ৪৭ জনকে জেল ও জরিমানা করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান ভুইয়া।

এর মধ্যে ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪৪ জনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় আরও প্রায় ৫০ জন শিশু-কিশোর মাছ শিকারিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার বাড়ি নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায়।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, শনিবার সকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নড়িয়া ও জাজিরা উপজেলা র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপি সমন্বয়ে অভিযান পরিচালনা করে ৪৭ জন জেলে ও প্রায় ৫০ শিশু-কিশোরকে আটক করে।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয় এবং শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে। এ অভিযান আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com