1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মায়ের সঙ্গে প্রেমের জেরে খুন, চার্জশিট দাখিল! - ২৪ ঘন্টাই খবর

মায়ের সঙ্গে প্রেমের জেরে খুন, চার্জশিট দাখিল!

  • আপডেট করা হয়েছে: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৮৭২ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে প্রেমিক নবী হোসেনকে খুনের ঘটনায় পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন

(পিবিআই)।মামলার বাদী জানান, গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মনির হোসেন চট্টগ্রামের পটিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট

দাখিল করেন।চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ভৈরবের ছাগাইয়া গ্রামের প্রেমিকা শিউলী বেগম (৪৫), তার ছেলে সাব্বির হোসেন (২৩), গাড়িচালক মো. সুমন মিয়া (২১), হেলপার তুষার মিয়া (২২) ও আশিক মিয়া/

আসামি শিউলীর স্বামী মো. আনোয়ার হোসেন, জাকির মিয়া ও নাজমুল হোসেনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এই তিনজন খুনের সঙ্গে জড়িত ছিলেন না বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।মামলার

বিবরণে জানা গেছে, ভৈরবের ছাগাইয়া গ্রামের গৃহবধূ শিউলি বেগম আগানগর গ্রামের নবী হোসেনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শিউলির স্বামী আনোয়ার হোসেন সৌদি প্রবাসী। প্রেমের সম্পর্ক

থেকে নবী হোসেন শিউলিকে বিয়ে করেন।কিন্তু মায়ের সঙ্গে নবী হোসেনের প্রেম ও বিয়ের ঘটনাটি শিউলির ছেলে সাব্বির মেনে নিতে পারেননি। ফলে ২০২০ সালের ১৬ অক্টোবর সাব্বির ভাড়াটে খুনিদের নিয়ে নবী

হোসেনকে বাসা থেকে ডেকে গাড়িতে করে কুমিল্লা এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শাঁসরোধ করে খুন করেন।পরে তার লাশ চট্টগ্রামের পটিয়া এলাকায় জঙ্গলে ফেলে ভৈরবে পালিয়ে আসেন। ১৭ অক্টোবর পুলিশ নবী হোসেনের লাশ উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়।এরপর নিহতের ভাই কবির হোসেন লাশ শনাক্ত করে পটিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি খুনের মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com