‘দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই’ ও ‘মায়ের মতন আপন কেউ নেই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ হাতে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানালো স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ
উপজেলার আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে এমন এক ব্যতিক্রম আয়োজন দেখা গিয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা বিএসবি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবদুল অদুদ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি অসাধারণ আয়োজন করেছে। নৈতিকতার শিক্ষা সম্বলিত এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত ও ধন্য। দেশের সব স্কুলে এ ধরনের আয়োজন করে শিক্ষার্থীদের মাঝে মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা সময়ের দাবি।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সভাপতি আবদুর রহিম মেম্বার, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আনসার আলী মাস্টার, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভূঁইয়া ও তৌফিক আহমদ। অনুষ্ঠান শেষে শিক্ষক ও মায়েদের হাতে শীতকালীন উপহার তুলে দেন অতিথিরা।