1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাথার ঘাম পায়ে ফেলে অনুশীলনে অচেনারূপে সাকিব - ২৪ ঘন্টাই খবর

মাথার ঘাম পায়ে ফেলে অনুশীলনে অচেনারূপে সাকিব

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২৭ বার পঠিত

মুশফিকের মতো হাড়ভাঙ্গা পরিশ্রম করা, অনুশীলনে বাকিদের চেয়ে বেশি সময় দেয়া, সবার আগে অনুশীলনে এসে সবার পরে ড্রেসিংরুমে ফেরার ইচ্ছে কখনোই ছিল না সাকিবের। রিয়াদের

মতো বেশি করে ফিজিক্যাল ্েট্রনিং, ওজন কমিয়ে ফেলার কাজটিও করেননি সাকিব। প্র্যাকটিসে বাড়তি সময় ব্যয় করেন না কখনো। কিংবা তার দৃঢ়প্রত্যয়ও ছিল না অনুশীলনে। সাকিব ভক্তও বলতে পারবেন না

অনুশীলনে সাকিব কখনোই খুব সিরিয়াস। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঠিক পরদিন সকালে শেরেবাংলায় ছুটে গিয়েছিলেন অনুশীলনে। মাঝখানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল অনুশীলন। গতকাল

সকাল ১০টায় আবার হাজির চেনা স্টেডিয়ামে। একেবারেই সাদামাটা অনুশীলন প্রিয় সাকিবের। কিন্তু এবার ব্যতিক্রম। অনেক ঘটনার পর টি-২০ অধিনায়ক হয়ে কেমন যেন বদলে গেছেন। অনুশীলনে মনোযোগী। একাগ্রতা বেশি। একা একা বাড়তি সময়

নিয়ে নিজেকে তৈরির চেষ্টা। যা চোখ এড়ায়নি কারো। তার আচরণ এবং কর্মকাণ্ডের সমালোচনা হয়। কিন্তু ক্রিকেটার সাকিবের মাঠের পারফরম্যান্স নিয়ে তীর্যক কথা হয় না। সমালোচকরাও তার মাঠের পারফরম্যান্সের প্রশংসা করেন। খেয়ালি আচরণ,

শৃঙ্খলাবিরোধী এবং মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে পড়ার পরও পারফরমার সাকিব সব বিতর্কের ঊর্ধ্বে। শৃঙ্খলাবিরোধী কাজ করে বিতর্কে জড়িয়েও মাঠে ফিরলে চেনা সাকিবের দেখাই মেলে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে বল

হাতে নিয়েই ৫ উইকেট নিয়ে সাকিব দেখিয়েছেন এই ফরম্যাটে তার বল এখনো আগের মতোই কার্যকর। এরপর ওয়েস্ট ইন্ডিজে কোনো ম্যাচ জেতাতে না পারলেও টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে ৫২ বলে ৬৮ রানের

হার না মানা ইনিংসে প্রমাণ করলেন, উইলোটি এখনো তার কথা শুনে। যখনই ব্যাট ও বল হাতে মাঠে ফিরেছেন, প্রতিবার সাকিব জ্বলে উঠেছেন। সমীহ আদায় করে নিয়েছেন প্রতিপক্ষের। অফিসিয়াল

ক্যাম্প নেই। তাই ব্যক্তিগত পর্যায়েই অনুশীলন করছেন। এদিনও নিজের মতো করে ব্যাটিং আর বোলিং করলেন একা একা। প্রায় ২ ঘণ্টা গভীর মনোযোগ দিয়ে ব্যাটিং-বোলিং করে নিরবে-নিভৃতে মাঠ ছাড়লেন

যথারীতি কারো সাথে কোনো কথা না বলে। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের অফিসিয়াল ক্যাম্প হবে না। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন অনেকেই। মূলত ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সফরে টানা অনুশীলন ও খেলার

মধ্যে ছিলেন ক্রিকেটাররা। তারা যাতে এশিয়া কাপের মতো বড় আসরের আগে একটু বিশ্রাম পান, সেই জন্যই এবার ক্যাম্প বাদ দেয়া হয়েছে। তবে দেশ ছাড়ার আগে সাকিব-মুশফিক-রিয়াদরা দুটি

প্রস্তুতি ম্যাচ খেলবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, আগামী ২০ ও ২২ আগস্ট শেরে বাংলায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরদিন অর্থাৎ ২৩ আগস্ট জাতীয় দলের বহর আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com