1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাত্র পাওয়া:হাসপাতালে ভর্তি হচ্ছেন শোয়েব আখতার তার সুস্হতায় প্রার্থনায় ভারতীয়রাও - ২৪ ঘন্টাই খবর

মাত্র পাওয়া:হাসপাতালে ভর্তি হচ্ছেন শোয়েব আখতার তার সুস্হতায় প্রার্থনায় ভারতীয়রাও

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৮০১ বার পঠিত

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন সেই ২০১১ সালে তিনি।কিন্তু চোট সমস্যা এখনও কাটেনি পাক পেসার শোয়েব আখতারের । হাঁটু প্রতিস্থাপনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাওয়ালপিণ্ডি খ্যাত সেই তারকা। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন দৌঁড়াতেও পারবেন না এই

স্পিডস্টার। নিজের অ’স্ত্রোপচারের প্রস্তুতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোয়েব নিজেই। দৌড়ানোর সময়ের একটি ছবি পোস্ট করে পা’কিস্তানের সাবেক গতিতারকা লিখেছেন, ‘আমার দৌড়ানোর দিনগুলো শেষ হয়ে গেল।

পুরো হাঁটু প্রতিস্থাপনের জন্য আমি শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাব।’ টুইটার এবং ইনস্টাগ্রামে শো’য়েবের এমন পোস্ট দেখেই উৎকণ্ঠা এবং উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। সবাই তার সফল অস্ট্রোপচারের জন্য দোয়া কামনা করেছেন। বিভেদ ভুলে অনেক ভারতীয়

সমর্থকরাও শোয়েবের জন্য শুভ কামনা জানিয়েছেন। সুস্থ হ’য়ে ফেরার প্রার্থনা জানিয়েছেন তারা। প্রসঙ্গত, ক্রিকেট ইতিহাসের সবচাইতে দ্রুতগতির বোলার শো’য়েব আখতার। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপরে থাকত তার পেসের

গতি। তবে সর্বোচ্চ গতিতে করা ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার, যা গত ১৮ বছর ধরে কোনো পেসার পার করতে

পারেননি। বোঝাই যাচ্ছে, খেলোয়াড়ি জীবনে হাঁটুর ওপর অ’নেক অ’ত্যাচারই করেছেন শোয়েব। খেলা ছাড়ার পরও সেই ধকল সহ্য করতে পারেনি তার হাঁটু।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com