সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের জন্য সু-পরিচিত নেপাল (Nepal)। আবার সেই নেপালেই রয়েছে বিশ্বের সবচেয়ে খাটো তরুণের বসবাস। বলা
হচ্ছে, ‘দর বাহাদুর খাপাঞ্জি’ নামে এক তরুণের কথা। যিনি সম্প্রতি তার ২ ফুট ৫ ইঞ্চি উচ্চতার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজ নাম দাখিল করে ফেলেছেন। পেয়েছেন সার্টিফিকেটেও।
মঙ্গলবার ২৪ মে দেশটির ট্যুরিজম বোর্ডের CEO ধনঞ্জয়, বাহাদুরের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট তুলে দেন। ২০০৪ সালে জন্ম
নেওয়া ‘দর বাহাদুর খাপাঞ্জি’ মাত্র ২ ফুট ৫ ইঞ্চি উচ্চতা তার। এই স্বীকৃতি পেয়ে তিনি এখন বেজায় খুশি। খুশি তার পরিবারের সদস্যরাও। তারা এবার চাইছেন বাহাদুরের পড়া-লেখার সহায়তা।
বাহাদুরের ভাই বাহাদুর খাপাঞ্জি বলেন, আমার বড় ভাই আর পাঁচজন বাচ্চাদের মতোন কখনোই বেড়ে উঠেনি। ওর কথা ভাবলে খুবই খারাপ লাগে
আমার। তবে সে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট (world record certificate) পাওয়ায় খুশি আমি। বাহাদুরের বড় ভাই বলেন, সবার সহযোগিতায় বাহাদুর একদিন সুশিক্ষিত মানুষ হবেন।
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খাটো তরুণের স্বীকৃতি পেয়েছিলেন নেপালেরই বাসিন্দা খগেন্দ্র থাপা উচ্চতা ২ ফুট আড়াই ইঞ্চি। কিন্তু ওই
তরুণ দু-বছর আগেই মারা যান। এরপর বিশ্বের সবচেয়ে খাটো তরুণী হিসেবে স্বীকৃতি পেয়েছেন,ভারতের বাসিন্দা জ্যোতি আমগে । ২ ফুট উচ্চতা নিয়ে ২০০৯ সালে জ্যোতি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম দাখিল করেন।