1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাত্র পাওয়াঃ হেঁটেই হাসপাতাল থেকে বের হলেন সেই আকিব, জেনে নিন সর্বশেষ অবস্থা! - ২৪ ঘন্টাই খবর

মাত্র পাওয়াঃ হেঁটেই হাসপাতাল থেকে বের হলেন সেই আকিব, জেনে নিন সর্বশেষ অবস্থা!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮০৮ বার পঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত মাহাদি জে আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালের আইসিইউ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান

খালেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মাহাদি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে তার মাথার হাড়ের অংশটি পরে প্রতিস্থাপন করা হবে।এর আগে, গত ৩০ অক্টোবর অস্ত্রোপচারের সময় মাহাদির মাথার হাড়ের অংশটি তার পেটের চামড়ার নিচে রাখা হয়। এখনো সেটি সেখানেই রয়েছে।

বর্তমানে মাথার হাড়হীন খালি অংশটিতে চামড়ার মতো আবরণ তৈরি হয়েছে। তবে সেই জায়গাটি নরম রয়েছে। কোনোভাবে যাতে সেখানে আঘাত না লাগে, সে বিষয়ে চিকিৎসকেরা সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।নিউরো সার্জারি

বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, তার সব সেলাই কেটে দেওয়া হয়েছে। তিনি হেঁটে হাসপাতাল থেকে বের হয়েছেন। তার বাবার সঙ্গে কুমিল্লার বাড়িতে চলে গেছেন। সেখানেও তিনি চিকিৎসকের পর্যপেক্ষণে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com