টস জিতে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে। মোসাদ্দেকের একের পর এক আঘাতে লণ্ডবণ্ড স্বাগতিকরা। বোলিংয়ে প্রথম ওভারেই এসেছেন মোসাদ্দেক হোসেন। প্রথম বলটা ছিল
অফ স্টাম্পের বেশ বাইরে। তাতেই ব্যাট চালিয়েছিলেন রেজিস চাকাভা। আউটসাইড-এজড হয়েছেন তিনি, উইকেটের পেছনে ভালো ক্যাচ নিয়েছেন নুরুল হাসান। জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে প্রথম বলেই।টি-টোয়েন্টিতে
এ নিয়ে সপ্তম বার প্রথম বলেই উইকেট পেল বাংলাদেশ। এক উইকেট নিয়ে ক্ষান্ত হননি মোসাদ্দেক। ওই ওভারেই আরো একটি উইকেট নিলেন এই অফ-স্পিনার। আবারও অফ স্টাম্পের বেশ বাইরে বল। আবারও ব্যাট চালালেন
ব্যাটসম্যান। এক্ষেত্রে ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। ব্যাটে বলে করেছিলেন, তবে সোজা ক্যাচ গেছে কাভারে। বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ! নিজের শেষ
ওভারে এসে পঞ্চম উইকেটটিও পেয়ে গেলেন মোসাদ্দেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর চতুর্থ বোলার
হিসেবে এ কীর্তি গড়লেন মোসাদ্দেক। তার সর্বশেষ শিকার মিল্টন শুম্বা। স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে হাসান মাহমুদের ভালো ক্যাচে পরিণত হয়েছেন শুম্বা। জিম্বাবুয়ে পঞ্চম উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানেই।