একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। কিন্তু ফলাফলের জায়গায় শূন্য। বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতা, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিস্তর
আলোচনার কথা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায়। মিরপুরের বিসিবি কার্যালয়ে এই সভা বসেছে দুপুর ২টায়। মাত্র ১৭ দিনের ব্যবধানে বসছে এবারের পরিচালনা পরিষদের বৈঠক। যা ষষ্ঠ বোর্ড
সভা হিসেবে বিবেচিত হবে। কয়েকটি কারণে এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি দল আর এই ফরম্যাটে নতুন নেতৃত্বই হতে যাচ্ছে এই বোর্ড সভার আলোচ্য বিষয়। থাকবে আসন্ন এশিয়া
কাপ আর বিশ্বকাপ ঘিরে আলোচনা। পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত হবে আজ। শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির জন্য দুটি অস্ট্রেলিয়ান
কোম্পানিকে নির্বাচন করা হয়েছে। একটি কক্স আর্কিটেকচার, অপরটি পপুলাস আর্কিটেকচার। দুটি কোম্পানিরই বড় বড় স্থাপনা, স্টেডিয়াম নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। আজকের বোর্ড সভায় যেকোনো একটিকে বেছে নেবেন নীতি নির্ধারকরা।