আবারো মাঠে গড়াচ্ছে সাবেক ক্রিকেটার নিয়ে টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট লিগ। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন টাইগার সাবেক অধিনায়ক
মাশরাফি বিন মুর্তজা। ভারতীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। ভারতীয় ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকট্র্যাকারের সূত্রমতে, এবারের লিজেন্ডস ক্রিকেট লিগে খেলতে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন মাশরাফি ছাড়াও দিনেশ রামদিন, হরভজন সিং, লেন্ডল সিমন্সরা ৷ প্রথমবারের মতো
এবারের টুর্নামেন্টে খেলবেন কদিন আগে অবসর নেওয়া ইংল্যান্ড সাবেক অধিনায়ক ইয়ন মরগানও। আগামী সেপ্টেম্বরে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। চার দলের প্রতিযোগিতার
জন্য ইতিমধ্যেই ১১০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। এর আগে এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা
খেলেছিলেন। ভারত একাদশ, এশিয়া একাদশ এবং অবশিষ্ট বিশ্ব একাদশ— এই তিনটি দল অংশ নিয়েছিল। এবারের আসরে এশিয়া একাদশে খেলবেন মাশরাফি। এর আগের বার হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকরা খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে।