বাংলাদেশ টি-২০ দলের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলাই চলে। কেননা টি-২০তে জাতীয় দলের পারফর্মেন্স খুবই বাজ পর্যায়ে চলে গেছে। আর বিশেষ করে দল পরিচালনা করাটা এক প্রকার অসম্ভব হইয়ে দাড়িয়েছে। ঠিক মতো পরিচালনা
করতে না পারায় জাতীয় দলথেকে অধিনায়কত্ব হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার জায়গায় অধিনাকত্বে থাকার কথা ছিলো সাকিবকে। কিন্তু জিম্বাবুয়ে সফরে থাকছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। যার ফলে
জিম্বাবুয়ে সফরে নুরুল হাসানকে জাতীয় টি-২০ দলের অধিনায়ক করে পাঠানো হয়। কিন্তু সেখানে বাধিয়ে ফেলেন আরেক বিপত্তি। জিম্বাবুয়ের সাথে টি-২০ সিরিজের ২য় ম্যাচে আঙ্গুলের চোট পেয়ে ৩ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে পরেন
নুরুল। তার জায়গায় অধিনায়ক করা মোসাদ্দেক হোসেনকে এক্সিনি আন্তর্জাতিক টি-২০তে কেবল এখনো শিশু মাত্র। আর যেখানে স্বয়ং মাহমুদুল্লাহ উপস্থিত সেখানে মোসাদ্দেকের অধিনাকয় হও্যাতে বেশ সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। এত
সমালোচনার মাঝে এবার আরেক সমালোচনার জন্মদিলো বিসিবি। জিম্বাবুয়ে সফর শেষে আবারো টি-২০ দলের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু এই অধিনায়কত্ব কতদিন থাকবে সেটা নিয়ে এখন চলছে সব থেকে বড় চর্চা। বিসিবির
একজন কর্মকর্তা জানান বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক সাকিব আগামি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বে থাকবেন। তাহলে তারপর কি হবে এমন কথা জিজ্ঞাসা করলে কোনো সৎ উত্তর দিতে পারেননি এই বিসিবি কর্মকর্তা।