টস জিতে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে। বোলিংয়ে প্রথম ওভারেই এসেছেন মোসাদ্দেক হোসেন। প্রথম বলটা ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। তাতেই ব্যাট চালিয়েছিলেন
রেজিস চাকাভা। আউটসাইড-এজড হয়েছেন তিনি, উইকেটের পেছনে ভালো ক্যাচ নিয়েছেন নুরুল হাসান। জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে প্রথম বলেই।টি-টোয়েন্টিতে এ
নিয়ে সপ্তম বার প্রথম বলেই উইকেট পেল বাংলাদেশ। এক উইকেট নিয়ে ক্ষান্ত হননি মোসাদ্দেক। ওই ওভারেই আরো একটি উইকেট নিলেন এই অফ-স্পিনার। আবারও অফ স্টাম্পের বেশ বাইরে বল। আবারও ব্যাট চালালেন ব্যাটসম্যান। এক্ষেত্রে
ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে। ব্যাটে বলে করেছিলেন, তবে সোজা ক্যাচ গেছে কাভারে। বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ! জিম্বাবুয়ের স্কোর ২ উইকেট হারিয়ে ৬ রান।