1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাত্র পাওয়াঃ নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী - ২৪ ঘন্টাই খবর

মাত্র পাওয়াঃ নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৫৯৪ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সন্তানদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে আমাদের অভিভাবকরা পুরপুরি স্বস্তির মধ্যে নেই। যার ফলে অনেক জায়গায় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি কমে গেছে৷ করোনা পরিস্থিতি যখন পুরোপুরি স্বাভাবিক হবে তখন আশা করছি ক্লাসে উপস্থিতির সংখ্যাও বাড়বে।

বৃহস্পতির (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা আর ক্লাসের সংখ্যা বাড়াতে পারছি না। নতুন বছর শুরু হলে এবং তখন সংক্রমণ আরও কমে গেলে আশা করছি ক্লাসের সংখ্যা বাড়াতে পারবো।

ডা. দীপু মনি আরও বলেন, করোনার কারণে দেখা গেছে কিছু প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ বেড়েছে। বাল্যাবিবাহের শিকার ছাত্রীদের আমরা আবারও ক্লাসে ফিরিতে আনার চেষ্টা করছি। তবে তারা একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com