1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাত্র পাওয়াঃ টি-টোয়েন্টি ফরম্যাটে এনসিএল শুরুর উদ্যোগ - ২৪ ঘন্টাই খবর

মাত্র পাওয়াঃ টি-টোয়েন্টি ফরম্যাটে এনসিএল শুরুর উদ্যোগ

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১১৬ বার পঠিত

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার জাতীয় লিগে (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজনের সিদ্ধান্ত একরকম

চূড়ান্ত। এনসিএল শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্ট হবে। সেগুলো অতিক্রমের পর মাঠে গড়াবে খেলা। তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। তবে

এ সময়ের পরিবর্তনও আসতে পারে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসর শুরুর আগে কয়েক দফা তারিখ পাল্টায় এবং বেশিরভাগ সময় শুরু হয় পিছিয়ে। তবে এবার কথা হচ্ছে লিগ এগিয়ে নেয়ার ব্যাপারে, যা শুনে অবাকই

হওয়ার কথা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা

এখনও আসেনি। বুধবার (১৭ আগস্ট) জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে। জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com