1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাত্র পাওয়াঃ জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে অনশনে বাঙলা কলেজ শিক্ষার্থী - ২৪ ঘন্টাই খবর

মাত্র পাওয়াঃ জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে অনশনে বাঙলা কলেজ শিক্ষার্থী

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৩২ বার পঠিত

জ্বালানির দাম কমানোর দাবিতে তিনদিন ধরে অনশন করছেন মিরপুর বাঙলা কলেজের ছাত্র আল আমিন আটিয়া। তিনি কলেজের ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার দাবি জ্বালানি

তেলের দাম ৮০ টাকার নিচে নামিয়ে আনতে হবে। গত ১৬ আগস্ট সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন আল আমিন। টানা তিন দিন কিছু না খাওয়ায় তার তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে

খারাপ হয়ে যাচ্ছে। এমনকি শোয়া থেকে উঠে দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। আল আমিন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বার বার নিত্যপ্রয়োজনীয় পণ্যের

দাম বাড়িয়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বারবার নিম্নমুখী হওয়ার পরও বাংলাদেশ সরকার কোনো এক অলৌকিক কারণে এই মূল্য

বাড়িয়েই চলেছে। যার কারণে মানুষের চলতে অনেক কষ্ট হচ্ছে। ব্যাপক খরচ বেড়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের পরিবারগুলো পুষ্টিকর খাবার কেনা তো দূরের কথা, শিক্ষার স্বাভাবিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। এই শিক্ষার্থী বলেন, আন্তর্জাতিক বাজারের

সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করে লিটার প্রতি ৮০ টাকার নিচে নামিয়ে আনতে হবে। প্রয়োজনে জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দিতে হবে। রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য জনগণ যদি রাষ্ট্রকে

ভ্যাট-ট্যাক্স দিতে পারে, তাহলে অবশ্যই রাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমরণ অনশনের কারণে তার মৃত্যু হলে, এই দায় সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে বলে তিনি জানান, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৮০ টাকার নিচে না আসা পর্যন্ত আমার মৃত্যু না হওয়া পর্যন্ত

এই কর্মসূচি চলতে থাকবে। জাতীয় প্রেসক্লাবের নিরাপত্তারক্ষী হারুনুর রশীদ বলেন, আল আমিন তিন দিন ধরে কিছু খায়নি। আমরা জোর করে পানি খাওয়াতে চাইলেও তিনি খাচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com