1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মাতৃত্বকালীন সাধ নিলেন মাহি - ২৪ ঘন্টাই খবর

মাতৃত্বকালীন সাধ নিলেন মাহি

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৮ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন তিনি। মাতৃত্বকালীন এই সময়টাতে

মা হিসেবে থাকতে হয় খুব সতর্ক। তাই এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নয়। হাতে থাকা টুকটাক কাজগুলো সেরে নিতে চান এই নায়িকা। এদিকে শনিবার (২২ অক্টোবর) মাতৃত্বকালীন সাধ নিলেন

মাহি। সাধ নেয়ার কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে মাহি লিখেন- গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয়নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।

সম্প্রতি গণমাধ্যমকে মাহি জানান, শুরুতে কক্সবাজারে একটি সিনেমার গানের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরে জায়গা পরিবর্তন করা হয়। এ নায়িকা বলেন, খুব সাবধানতা অবলম্বন করেই

শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।

তিনি আরও বলেন, ছবিটির শুধু দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে বাকিটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। এ জন্য কষ্ট করে হলেও কাজ শেষ করে দিচ্ছি। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন

প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে। মাহির বাচ্চার বয়স এখন চার মাস। সন্তান পৃথিবীতে আসার আগে এটিই হতে যাচ্ছে মাহির শেষ কাজ। এরপর মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com