মাটি খুঁড়লেই মিলছে ‘হীরা’, এলাকাজুড়ে তোলপাড়!
ভারতের প্রত্যন্ত একটি গ্রামের মাটি খুঁড়লেই হীরা মিলছে- এমন খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের
মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। ‘হীরক ভাণ্ডার’ মেলার এই আজগুবি ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পূর্বের
নাগাল্যান্ডের মন জেলার ওয়ানচিং গ্রামে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, স্থানীয়রা চলতি সপ্তাহের
শুরুতে গ্রামটির টিলার জঙ্গল পরিষ্কারের সময় মাটি খোঁড়া হলে বেশ কিছু স্ফটিক টুকরো পান। উদ্ধারকৃত
টুকরোগুলো হীরার মতো হওয়ায় বিষয়টি মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হলে
স্থানীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী নানা সরঞ্জাম নিয়ে টিলার জঙ্গল পরিষ্কারে নেমে পড়েন। সেই ছবি কেউ কেউ
সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি আপলোড করেন। পরে তা রীতিমত ভাইরাল হয়ে যায়। মাটি খুঁড়ে হীরার
মতো গুপ্তধনের সন্ধানের খবরে অনেকেই ওয়ানচিং গ্রামে ভিড় জমান। এ নিয়ে বিশৃঙ্খল সৃষ্টি হওয়ায় বহিরাগতদের
প্রবেশে নিষেধাজ্ঞা দেয় গ্রাম পঞ্চায়েত। সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেয়ার ওপরও বিধি-নিষেধ আরোপ
করা হয়। এদিকে, বিষয়টি জানার পর উদ্ধার হওয়া স্ফটিকগুলো হীরা কি না, তা পরীক্ষা করে দেখার জন্যে
ওয়ানচিং গ্রামে যাচ্ছেন চার জন ভূ-তাত্ত্বিক। গতকাল শুক্রবার তারা রওয়ানা হলেও এখনই জানা যাচ্ছে না রহস্য। ১