বিজয়ের বাংলা: মাটির বসতঘরের দেয়াল খুঁড়ে ১৬টি বিষধর কেউটে সাপ ও ১৪টি ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
উদ্ধার করা সাপ মেরে ও ডিম নষ্ট করা হয়েছে। বাড়ির মালিক বিনয় রঞ্জন জানান, মাটির ঘরের দেয়াল থেকে একটি কেউটে সাপের বাচ্চা বের হতে দেখে স্থানীয়রা।
তারা কেউটের বাচ্চাটিকে লাঠির আঘাতে মেরে ফেলে। পরে পুরো ঘরের দেয়াল ভেঙে ১৬টি কেউটে সাপের বাচ্চা ও ১৪টি তাজা ডিম উদ্ধার করা হয়। পরে সবগুলো সাপ মেরে ফেলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একই ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৪ হাত লম্বা বিরাট আকৃতির আরও একটি কেউটে সাপ মেরে ফেলেন বাড়ির মালিক।