1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মহানবী (সা:)এর অবমাননাকারী সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত! - ২৪ ঘন্টাই খবর

মহানবী (সা:)এর অবমাননাকারী সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত!

  • আপডেট করা হয়েছে: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৮৩৩ বার পঠিত

বিজয়ের বাংলা:
মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস এক সড়ক দুর্ঘটনায় নি’হত হয়েছেন। বার্তা সংস্থা এসোশিয়েটেড প্রেস এই তথ্য জানিয়েছে। লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে পুলিশের গাড়িতে থাকা অবস্থায়

নিহত হন। একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে কার্টুনিস্ট ভিল্কস এবং ০২ পুলিশ কর্মকর্তা নি’হত এবং ট্রাকচালক আহত হন। পঁচাত্তর বছর বয়সী ভিল্কস মহানবী (স.)-এর কার্টুন আঁকার ঘটনায় প্রা”ণনাশের হুমকিতে পড়ার পর থেকেই সব সময় পুলিশি নিরাপত্তায় বসবাস

এবং চলাফেরা করতেন। ২০০৭ সালে কার্টুনটি প্রকাশের ঘটনায় বহু ধর্মপ্রাণ মুসলমান ক্ষুব্ধ হয়ে ওঠেন। ডেনমার্কের একটি সংবাদপত্র মহানবী (স.)-এর কার্টুন প্রকাশের ১ বছর পর লার্স ভিল্কসের কার্টুনটি প্রকাশিত হয়। পুলিশের এক

বিবৃতিতে বলা হয়েছে, কীভাবে কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি এবং ট্রাকের সংঘর্ষ হলো, তা এখনও স্পষ্ট নয়। অবশ্য পুলিশের প্রাথমিক ধারণা, সং’ঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

ভিল্কস কার্টুনটি প্রকাশের পর তুমুল ক্ষোভ এবং সমালোচনার মুখে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে হয়েছিল।সূত্র- পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com