1. atikurrahman0.ar@gmail.com : MD : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

মসজিদে বিস্ফোরণ: আলামত বুঝে পেল সিআইডি

  • প্রকাশিত: ০৯:১৫ pm | মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৩ বার পঠিত

বিজয়ের বাংলা:মসজিদে বিস্ফোরণ: আলামত বুঝে পেল সিআইডি

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে পুলিশের করা মামলার আলামত বুঝে পেয়েছে সিআইডি। রোববার মামলার

আলামত ও কাগজপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে

ভয়াবহ বিস্ফোরণের নয় দিন পর পুড়ে যাওয়া বিভিন্ন আসবাব আলামত হিসেবে জব্দ করে ফতুল্লা থানা পুলিশ।

ঘটনার দশম দিন রবিবার দুপুরে এএসআই বারেকের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ মসজিদের ভেতরে প্রবেশ করে

ক্ষতিগ্রস্ত ফ্যান, চেয়ার, দেয়াল ঘড়ি ও জুতা রাখার বাক্সসহ পুড়েযাওয়া আসবাব সংগ্রহ করে।আলামতগুলো থানায়

নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কয়েকটি বস্তায় ভরা হয়।মামলার বর্তমান তদন্তকারী সিআইডির পরিদর্শক বাবুল হোসেন

জানান, আমরা আলামত দেখেছি এবং কাগজপত্র বুঝে পেয়েছি। পুলিশের মালখানায় আলামত রয়েছে। আমরা

দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আজও ঘটনাস্থলে তদন্ত করেছি। আশা করছি দ্রুতই ফলাফল দিতে পারব।এর

আগে রোববার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের