1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
মর্মান্তিক দৃশ্যঃ দগ্ধ ভাই-বোনের মৃত্যু, আইসিইউতে বাবা-মা! - ২৪ ঘন্টাই খবর

মর্মান্তিক দৃশ্যঃ দগ্ধ ভাই-বোনের মৃত্যু, আইসিইউতে বাবা-মা!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৯ বার পঠিত

মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু হয়েছে। তবে আইসিইউতে রয়েছেন তাদের বাবা-মা।বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

ইনস্টিটিউটে দুই ভাই-বোনের মৃত্যু হয়।মৃতরা হলো- চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির ভাড়াটিয়া কাওছারের পাঁচ বছর বয়সী ছেলে ইয়াছিন ও তিন বছরের মেয়ে নোহর।দগ্ধ কাউছার ও তার স্ত্রী শান্তাও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান বলেন, দগ্ধ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শিশুর বাবা কাউছার ও মা

শান্তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।বিস্ফোরণের বিষয়ে রাজিব খান বলেন, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের

আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে ইয়াছিন মারা যায়। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বোন নোহর মারা যায় রাত সোয়া ৯টার দিকে। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।তিনি বলেন, তার বাবা কাওছার ও মা শান্তাকে আইসিইউতে রাখা

হয়েছে। কাওছারের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। আর শান্তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটে। এতে একই পরিবারের

চারজন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এ সময় দুই শিশু সন্তান নিয়ে কাওছার-শান্তা দম্পতি ঘুমিয়ে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com