1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো হরিণ শাবক - ২৪ ঘন্টাই খবর

ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো হরিণ শাবক

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭১৮ বার পঠিত

বিজয়ের বাংলা: ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। সোমবার বেলা ১১টার দিকে তজুমদ্দিন উপজেলার বাসন ভাঙাচরের গভীর বনে ওই হরিণ শাবকটিকে অবমুক্ত করে বন বিভাগ।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমীন জানান, রোববার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে ভাসতে দেখে হরিণ শাবকটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

পরে জেলেরা স্থানীয় চৌকিদার মো. মিজানকে খবর দিয়ে তার হতে তুলে দেন হরিণ শাবকটি। এর পর মিজান চৌকিদার আমাদের থানায় খবর দিলে আমরা হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করি।

ভোলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ওই হরিণ শাবকটিকে আমরা আজ বাসন ভাঙারচরের গভীর বনে অবমুক্ত করেছি। হরিণ শাবকটির বয়স প্রায় দুই মাসের মতো হবে। তবে ধারণা করা যাচ্ছে, হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় সেটি ভেসে আসে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com