1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভোটে জিতেই বাড়ি বাড়ি গিয়ে নাচা শুরু করলেন নারী মেম্বার (দেখুন ভিডিও) - ২৪ ঘন্টাই খবর

ভোটে জিতেই বাড়ি বাড়ি গিয়ে নাচা শুরু করলেন নারী মেম্বার (দেখুন ভিডিও)

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৯৫১ বার পঠিত

নির্বাচনে বিজয়ী হয়ে ভোটারদের বাড়ি গিয়ে নাচের ভিডিও ভাইরাল হয়েছে মরজিনা আক্তার নামে এক মহিলা মেম্বারের। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার (সদস্য) পদে জয়লাভ করেছেন।এরইমধ্যে নতুন

করে আলোচনায় এসেছেন এ নারী মেম্বার। নির্বাচনে বিজয়ের আনন্দে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা বেগম। তার গলায়

টাকার মালা। সঙ্গে নাচছেন তার কর্মীরাও।গত রোববার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে বিজয়ী হয়েছেন মরজিনা বেগম।মরজিনা বেগম ৯ নম্বর ওয়ার্ড বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com