1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভোটের লাইনে মা, সন্তান কাঁদায় কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশের এসআই! - ২৪ ঘন্টাই খবর

ভোটের লাইনে মা, সন্তান কাঁদায় কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশের এসআই!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৭৩৫ বার পঠিত

আজ রবিবার সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন বর্নিতা খাতুন। কোলে শিশুসন্তান। লাইন দীর্ঘ থাকায় অনেকক্ষণ অ’পেক্ষা করতে হচ্ছিল তাকে। কিন্তু কিছুক্ষণ পরই কান্নাকাটি শুরু করে শিশুসন্তান আকাশ।সন্তান কান্না করায় তাকে কোলে নিয়ে লাইনে

দাঁড়িয়ে থাকা অনেক ক’ষ্টকর হচ্ছিল বর্নিতার। পাশেই দায়িত্ব পালন করছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি শিশুটির কান্না সহ্য করতে না পেরে নিজেই কোলে তুলে নিলেন।এদিকে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রবিবার (২৮ নভেম্বর)

বেলা ১১টার দিকে মাগু’রা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে।এ ব্যাপারে জানতে চাইলে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, অনেকক্ষণ ধরে ছোট্ট সন্তানকে

কোলে নিয়ে ওই নারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। বাচ্চার উচ্চস্বরে কান্নার শব্দে তার লাইনে দাঁড়িয়ে থাকতে খুব ক’ষ্ট হচ্ছিল। তাই ভোট দিতে সহযোগিতা করার জন্য আমি শিশুটিকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটতে থাকি। এরপর শিশুর কান্না বন্ধ হয়ে যায়।এরপর ভোট দেওয়া শেষে

নিজের সন্তানকে কোলে তুলে নেন বর্নিতা খাতুন। এ সময় তিনি বলেন, আমা’র মনি খুব কান্নাকাটি করছিল। তাই দেখে এই পুলিশ ভাই আমা’র মনিকে কোলে তুলে নেন। ভোটদানে সহযোগিতা করে পুলিশ কর্মক’র্তা মান’বিকতার পরিচয় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com