1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভূমিকম্পের ক্ষত না ঘুঁচতেই সিরিয়ায় র,ক্তক্ষয়ী হামলা, নিহত ৫৩ - ২৪ ঘন্টাই খবর

ভূমিকম্পের ক্ষত না ঘুঁচতেই সিরিয়ায় র,ক্তক্ষয়ী হামলা, নিহত ৫৩

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পঠিত

ভয়াবহতম ভূমিকম্পের দু’সপ্তাহ যেতে না যেতেই ফের রক্তক্ষয়ী হামলার শিকার সিরিয়া। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ জন। এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস’কে দায়ী করেছে সিরীয় সরকার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিরীয় বার্তা সংস্থা সানার বরাতে আল-জাজিরা জানিয়েছে, পালমিরা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া মরদেহগুলোর মাথায় গুলির চিহ্ন ছিল। ভুক্তভোগীরা মরুভূমিতে ট্রাফল সংগ্রহে গিয়েছিলেন বলে জানা গেছে। ট্রাফল হলো একধরনের দামি মাশরুম জাতীয় খাবার।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএস জঙ্গিদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছেন। তারা মরুভূমির মধ্যে ট্রাফল সংগ্রহে গিয়েছিলেন। ওই সময় ভুক্তভোগীরা হামলার শিকার হন। হোমস প্রদেশ বর্তমানে সিরীয় সরকার ও তার মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনা সদস্য রয়েছেন। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেঁচে যাওয়া একজন বার্তা সংস্থা সানাকে বলেছেন, আইএস জঙ্গিরা তাদের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায়স্বীকার করেনি।

এদিকে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প। এর আঘাতে নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৫ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ছয় হাজার জনের।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com