1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভুয়া এএসআইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ - ২৪ ঘন্টাই খবর

ভুয়া এএসআইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৬৭০ বার পঠিত

বিজয়ের বাংলা: রংপুরে এক ভুয়া এএসআইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।

সোমবার দুপুরে মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার বাহারকাছনা এলাকায় মামুন মিয়া নামে ওই ভুয়া এএসআইকে আটক করা হয়। আটক মামুন মিয়া কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের উদয়ানারায়ন মাছহারী গ্রামের মোফাজ্জাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার নগরীর বধুকমলা এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় গ্রামের এক নারী হারাগাছ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার দুপুরে ওই অভিযোগের একটি ফটোকপি নিয়ে তদন্তে যান মামুন মিয়া।

সেখানে তিনি নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করলে সে প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে থানায় সোপর্দ করেন।

হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, আটক মামুনকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পুলিশ পরিচয় দিলেও সে কোন কাগজ দেখাতে পারেননি

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com