বিজয়ের বাংলা:
ভারত থেকে ভ্যাক্সিন যারা নিয়ে আসছে তাদেরকেই আগে প্রয়োগ করা হোক: মুফতি ফয়জুল করিম।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আ’মীর মুফতি ফয়জুল করিম বলেছেন, ভারতের দেয়া করোনা ভ্যা’কসিনে ‘ডাল মে কুচ কালাহে’।যারা
নিয়ে আসছে তাদেরই আগে প্রয়োগ করা হোক। তারা বাঁচলে ভ্যাকসিন ভালো। আর তারা মরলে দেশ ভালো হবে।চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈ’য়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যখন পেঁয়াজ দরকার
হয় তখন দেয় না, যখন দরকার নাই তখন দেয়।তারাই যখন ভ্যাকসিন উপহার দেয় তখন ভাবতে হবে ঘটনা অন্য কিছু। ঘুণে ধরা সমাজকে ভে’ঙে বিনির্মাণ করতে হবে। সবার আগেই এগিয়ে আসতে হবে
যুবকদের। গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।নতুন কমিটির সভাপতি নেসার উদ্দিন, এবং সাধারণ সম্পাদক হন আতিকুর রহমান।