1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', আসতে পারে বাংলাদেশেও! - ২৪ ঘন্টাই খবর

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, আসতে পারে বাংলাদেশেও!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৫২ বার পঠিত

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে দেশটির অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে।ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলোর উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত

এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com