বিশ্বকাপের মঞ্চে তখন ভারতের বিরুদ্ধে বাবর আজমের নেতৃত্বে পুরনো শাপমোচন ঘটিয়ে নতুন নজির তৈরি করেছে পাকিস্তান। আর ওই সময়ে গ্যালারিতে বসে কেঁদে ভাসাচ্ছিলেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকি। এর আগে কোনো অধিনায়ক যেটা পারেননি, সেটাই তো করে দেখিয়েছেন বাবর আজম।
বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম কোনো জয় পেল পাকিস্তান। রোববারের আগে একদিনের বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ- কোনো টুর্নামেন্টেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। রোববার বাবর আজমের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপের জিতল তারা।
আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তার বাবা। আর সেই ভিডিও পাকিস্তানের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে, তা হুহু করে ভাইরাল হয়ে যায়।
সেই ভিডিওতে দেখা গেছে, ওই গ্যালারিতে উপস্থিত বাকি পাকিস্তানি সমর্থকরা আজম সিদ্দিকিকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন তিনি।