1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভাইরাল হওয়া সেই গায়ক বাদাম বিক্রেতাকে এবার খুঁজে বের করলেন বাংলাদেশি যুবক! - ২৪ ঘন্টাই খবর

ভাইরাল হওয়া সেই গায়ক বাদাম বিক্রেতাকে এবার খুঁজে বের করলেন বাংলাদেশি যুবক!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৬ বার পঠিত

সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে ‘কাঁচা বাদাম’। এক ব্যক্তির গান গেয়ে গেয়ে কাঁচা বাদাম বিক্রি করার ভিডিও। আর সেই গান ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে সকলের মুখে মুখে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সবখানেই গানটি নিয়ে চর্চা হচ্ছে। জানা গেছে, ‘কাঁচা বাদাম’-এর সেই ব্যক্তির নাম

ভুবন বাদ্যকর। তিনি হলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। একটি মোটরসাইকেলে চড়ে গ্রামে ঘুরে ঘুরে তিনি কাঁচা বাদাম বিক্রি করেন। তবে তার বিক্রির ধরণটা একটু আলাদা। গানে গানে তিনি ক্রেতাদের আহ্বান করেন। এদিকে ভাইরাল হওয়ার পর এই বাদাম বিক্রেতার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের এক ইউটিউবার। তার নাম

মাহসান স্বপ্ন। যিনি মজার টিভি নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। মাহসান কয়েক দিন ধরেই রয়েছেন কলকাতায়। চিকিৎসার জন্য সেখানে গে’ছেন তিনি। এই ফাঁকে বাংলাদেশে ‘কাঁচা বাদাম’ ভাইরাল হতে দেখে খোঁজ নেন ওই ব্যক্তির। এরপর ছুটে যান তার কাছে।

ভিডিওর মাধ্যমে ভুবন বাদ্যকরের বক্তব্যও তুলে ধরেন এই তরুণ।ভুবনের এই গান আরও কয়েক মাস আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। তখন কয়েকজন মিউজিশিয়ান গা’নটিতে মিউজিক যুক্ত করে রিমিক্স বানিয়েছিলেন। তবে তখন সেভাবে ভাইরাল হয়নি। সম্প্রতি অরজিনাল

ভার্সনসহ রিমিক্স ভার্সনগুলোও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইউটিউবার মাহসান স্বপ্নের সুবাদে জানা গেল, ভুবন বাদ্যকরের পারিবারিক অবস্থাও। পলিথিনে ছাওয়া ছোট্ট মাটির ঘরে তার বসবাস। স্ত্রী দুই ছেলে, এক পুত্রবধূ এবং স্বামী পরিত্যক্ত বোনকে নিয়ে তার সংসার। ইন্টারনেটে

ভাইরাল হওয়ার পর স্থানীয় বিধায়ক তার সঙ্গে দেখা করেছেন। বাদামও কিনেছেন। ভাইরাল হলেও ভুবনের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ সেভাবে কেউই তার

সহযোগিতায় এগিয়ে আসছে না। তাই মহসান স্বপ্ন তার ভিডিওতে ওই ব্যক্তির মোবাইল নম্বর যুক্ত করে দিয়েছেন। যাতে আগ্রহীরা এই বাদাম বিক্রেতাকে সহযোগিতা করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com