1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ভণ্ড পীর চিশতির ১০০ বয়ফ্রেন্ড নিয়ে সমকামী চক্র ও কোটি টাকা প্রতারণা - ২৪ ঘন্টাই খবর

ভণ্ড পীর চিশতির ১০০ বয়ফ্রেন্ড নিয়ে সমকামী চক্র ও কোটি টাকা প্রতারণা

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৬ বার পঠিত

বিজয়ের বাংলা: রাজধানী থেকে এক ভণ্ড পীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ওই ভণ্ড পীরের নাম আব্দুল মুত্তালিব চিশতি। ধর্মের দোহাই দিয়ে হাজারও মুরিদ বানিয়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া ওই পীর নিজেই সমকামী ক্লাবের সভাপতি। সরকারি চাকরি কিংবা স্থানীয় নির্বাচনে সরকারি দলের মনোনয়ন পাইয়ে দেয়া নাকি তার বাঁ হাতের কাজ। দেশের বিভিন্ন প্রান্তে তাকে ঘিরে বসে আসর, হয় বিভিন্ন ধরনের জিকির।

শুধু জিকিরেই সীমাবদ্ধ নয় ওই আসর। এসব আসরে হয় নানাবিধ অনৈতিক কাজ। হয় কোটি কোটি টাকার লেনদেন। তার সাথে নাকি সরকারের বড় বড় কর্তাদের খাতির আছে বেশ। আর এই সূত্রেই কাউকে সরকারি চাকরি, কাউকে আবার স্থানীয় বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকও পাইয়ে দিতে পারেন তিনি। আর এভাবেই কয়েক কোটি টাকার মালিক মোত্তালেব। কিন্তু যারা তার টোপ গিলেছেন, তাদের অনেকেই হয়েছেন সর্বস্বান্ত। মুখে ধর্মের কথা বললেও ওই ভণ্ড পীর ঢাকা সমকামী সমিতির সভাপতি।

মঙ্গলবার ডিসি (ডিবি) গুলশান মশিউর রহমান গণমাধ্যমকে জানান, কাফনের কাপড় পরে ভক্ত-মুরিদানরা যখন চোখ বুজে জিকির করতেন, সে সময় আব্দুল মুত্তালিব কখনো কখনো চোখ খুলে সন্ধান করতেন সমকাম চরিতার্থ করার শিকার। দুই বউ আর অসংখ্য মুরিদান থাকলেও এই ভণ্ড পীর পরিচালন করতেন ঢাকা গে কমিউনিটির দুইটি ওয়েব পেইজ। এর মাধ্যমে প্রায় ১০০ ‘বয়ফ্রেন্ড’ নিয়ে সমকামিতায় লিপ্ত ছিলেন তিনি।

তিনি বলেন, আব্দুল মুত্তালিব চিশতির বিরুদ্ধে ইতিমধ্যে দুইটি মামলা হলেও শতাধিক বঞ্চিত ভিকটিম লোকলজ্জায় অভিযোগ করছেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর তোরাগ থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে পুলিশ রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

মশিউর রহমান বলেন, আব্দুল মোত্তালিব চিশতি ধর্মের পাশাপাশি ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকেও ব্যবহার করতেন। একটি চক্রকে নিয়ে উনি বানিয়েছেন আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ; নিজে হয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি পোস্ট। এই পদ ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন নেতা-নেত্রীর সাথে ছবি ও সেলফি তুলতেন তিনি। তাদেরকে দিয়ে সুপারিশ করিয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করেছেন সচিবালয়ে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে- বিশেষ করে শিক্ষা, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে কখনো মন্ত্রী, কখনো সিনিয়র কর্মকর্তাদের সাথে ছবি তুলতেন এই কথিত পীর। একদিকে পীরবাদের বয়ান করতে, আরেকদিকে রাজনৈতিক প্রচার প্রচারণার জন্য সফর করেছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। সেখানে তার লম্বা বয়ান এবং মোনাজাতে মুগ্ধ অনেকেই পীরের মোবাইল নম্বর নিতেন। পরে বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে ও তদবির করতে তাকে ফোন করলেই শুরু হতো প্রতারণার নানা কৌশল।

মশিউর রহমান আরও বলেন, আব্দুল মুত্তালিব চিশতির বিরুদ্ধে পীরবাদ, রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে মাস্টাররোলে চাকরি দেয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেয়া, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ও পৌরসভার চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়র প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেয়ার নাম করে এক একজনের কাছ থেকে ৬ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com