বিজয়ের বাংলা: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) এবং অপরজন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।
পরিবারসূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ঘরের পিছনে থাকা একটি পুকুরে ডুবে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। আনুমানিক সকাল সাড়ে ১১টায় সিয়াম ঘরের মধ্যে একা খেলাধুলা করছিলো।
ঘরের লোকজনদের ফাঁকি দিয়ে একপর্যায়ে সিয়াম পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সিয়ামের নিথর দেহ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষণা করেন।
অপরদিকে সুজানগর ইউনিয়নে নানা বাড়িতে গিয়ে আনুমানিক ১১টায় পানিতে ডুবে মারা যায় মাহের আহমদ (৩)। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শুভ্রাংশু শেখর দে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।