1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজ:মাওলানা সাঈদী সাহেবের ফাঁসির রায় দিয়ে তা কার্যকরের দাবি ডা.মুরাদের - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজ:মাওলানা সাঈদী সাহেবের ফাঁসির রায় দিয়ে তা কার্যকরের দাবি ডা.মুরাদের

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৯১১ বার পঠিত

বিজয়ের বাংলা:
আমৃ’ত্যু কারাদণ্ডে দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক বলে দাবি করেছেন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো.মুরাদ হাসান। তারএই বক্তব্য, পাকিস্তানী মদদপুষ্ট যারা বাংলাদেশের

স্বাধীনতা চায়নি সেই গোষ্ঠীর অন্যতম সাঈদী। সাঈদী দেশ ও সভ্যতা এবং মানুষের জন্য ক্ষতিকর বলেন তিনি।এদেশের মানুষের ট্যাক্সের টাকায় জেলখানায় যু’দ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে আপ্যায়ন করানো মেনে নেওয়া যায় না। তাকে যত

দ্রুত সম্ভব ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক। সোমবার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় গণমাধ্যম ই’নস্টিটিউটের (নিমকো) সভাকক্ষে এক সেমিনারে তিনি এসব দাবি করেন। ডা.মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম,

দেশের জন্য তার ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। ভবি’ষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযু’দ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্র অন্যতম মাধ্যম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার

দূরদর্শী নেতৃত্বে ‘ত’লাবিহীন ঝুড়ি’ খ্যাত দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন উন্নত সমৃদ্ধশালী দেশের। সেই স্বপ্ন এখন বাস্তবের পথে।সূত্র-ইনসাফ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com