1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজ:এবার দুপচাঁচিয়ার ৫ টি ইউপির ১টিতেও বিজয়ি হতে পারলো না নৌকা - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজ:এবার দুপচাঁচিয়ার ৫ টি ইউপির ১টিতেও বিজয়ি হতে পারলো না নৌকা

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১১২১ বার পঠিত

এবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপে ৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতেও জিততে পারেনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। উপজেলার গো’বিন্দপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আনারস প্রতীক নিয়ে ৯ হাজার

২৭৮ ভোট পেয়ে (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছে সাখাওয়াত হোসেন মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চে’য়ারম্যান (চশমা) পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট। এছাড়া নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছেন তিন হাজার ৫২ ভোট।দুপচাঁচিয়া সদর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিএনপি নেতা

মোয়াজ্জেম হোসেন ৬ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকের হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৬৪ ভোট। এছাড়া আ’নারস প্রতীক নিয়ে তোজাম্মেল হোসেন পেয়েছেন ২ হাজার ৫৩০ ভোট। গুনাহার ইউপিতে চশমা প্রতীক নিয়ে

১৪ হাজার ৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা নুর মোহাম্মদ আবু তাহের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। এছাড়া আনারস প্রতীক নিয় স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১৪৪ ভোট। কামরুল ই’উনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে

বিএনপি নেতা (স্বতন্ত্র) প্রার্থী শাহজাহান আলী ৯ হাজার ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্র’তিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম শাহ পেয়েছেন ৬ হাজার ৮৩০ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত

আজমল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট। জি’য়ানগর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৬ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পে’য়েছেন ৫ হাজার ২৬২ ভোট। এছাড়া জাতীয় পার্টির মনোনীত আফসার আলী লা’ঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২১৭ ভোট।সূত্র-নয়াদিগন্ত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com