গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই আজ ১০৯ রান করলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাবে টাইগাররা।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন কিমো পল। এছাড়া ১৮ রান করেছেন শাই হোপ।
কাইল মেয়ার্সের ব্যাট থেকে এসেছে ১৭ রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৪টি উইকেট নিয়েছে। নাসুম আহমেদের শিকার ৩ উইকেট।