1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে হাসপাতালে তাসকিন - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে হাসপাতালে তাসকিন

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৯৩৩ বার পঠিত

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে তাসকিন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই

দারুণ ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ। চলতি পাকিস্তান সিরিজেও বাংলাদেশের অন্যতম সেরা পেসার তিনি। যদিও সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চোটে পড়েছেন এই ডানহাতি পেসার।মম্যাচ শেষে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ম্যাচে ৩.১

ওভার বোলিং করে ১৬ রান দিলেও কোনো উইকেট পাননি এই পেসার।ম সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বলটি ধরার চেষ্টা করেছিলেন তাসকিন। যদিও বলের গতির সঙ্গে পেরে ওঠেননি এই পেসার। বাবর আজমের ড্রাইভ করা বল সজোরে আঘাত হানে তাসকিনের ডান হাতে। এরপর তাকে সেবা শুশ্রূষার জন্য এগিয়ে আসেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তার সঙ্গে সেই সময় মাঠ

ছাড়েন তাসকিন। বাকি ৫ বল করেন আরেক পেসার শহিদুল ইসলাম। এরপর আবারও মাঠে ফিরে আরও এক ওভার বল করে অস্বস্তির কারণে আবারও মাঠ ছাড়েন এই পেসার। ইনিংসের শেষদিকে এসে আবারও আরেক ওভার করে মাঠ ছাড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com