1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ শাল্লায় বাড়িঘরে হামলা, হেফাজতের কর্মী-সমর্থকসহ ৪৯ জন কারাগারে - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ শাল্লায় বাড়িঘরে হামলা, হেফাজতের কর্মী-সমর্থকসহ ৪৯ জন কারাগারে

  • আপডেট করা হয়েছে: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৮৩৫ বার পঠিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে বাড়িঘরে হামলার ঘটনায় হেফাজতের কর্মী-সমর্থকসহ ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম এই

আদেশ দেন।শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের ফেসবুক আইডি থেকে হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মাওলানা মামুনুল হককে সমালোচনা করে গত বছরের ১৬ মার্চ ফেসবুকে কথিত একটি পোস্ট দেওয়া

হয়। এর প্রতিক্রিয়ায় হেফাজতের কর্মী-সমর্থকরা পরদিন ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। এ ঘটনায় তিনটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। তিন মামলায় গ্রেফতার ও আদালতে স্বেচ্ছায়

হাজির হওয়াসহ ১১৩ জন আইনের আওতায় এসেছে। হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামি আদালত থেকে এরমধ্যে জামিন পেয়েছেন.

সম্প্রতি এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তোফাজ্জল হোসেন এজাহারভুক্ত আসামি ছাড়া আরও ৪৯ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। রোববার ওই আসামিরা আদালতে

আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম ৪৯ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।কোর্ট ইন্সপেক্টর সাইফুল

আলম জানান, ৪৯ আসামির সবাইকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।জেল হাজতে পাঠানো আসামিরা হলেন- দিরাই উপজেলার চন্দ্রপুরের আব্দুল জলিলের ছেলে আফরুজ মিয়া ও তখলিছ

মিয়া, হাফেজ ফখর আহমদের ছেলে মো. খালেদ আহমদ, ফিরোজ আলীর ছেলে মো. আব্দুল হান্নান, ছিদ্দেক আলীর ছেলে মো. এমরান মিয়া, ইনাই আলীর ছেলে খাইরুল ইসলাম, রফিক আলীর ছেলে জয়ফুল

ইসলাম, ইন্তাজ আলীর ছেলে রইস উদ্দিন, আলী হোসেনের ছেলে মহিম উদ্দিন, শহিদুল ইসলামের ছেলে জায়েদ মিয়া, মো. আব্দুর রহিম মোড়লের ছেলে মো. জালাল উদ্দিন, আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান,

ইব্রাহীমের ছেলে মো. কামরুল হাসান, গোলাপ মিয়ার ছেলে সুহেল রানা, নুরুল ইসলামের ছেলে জুনায়েদ, আলী আহমদের ছেলে ইয়াছিন, মুরাদ মিয়ার ছেলে ইকবাল মিয়া, মো. আব্দুল আজিজের ছেলে আশিকুর রহমান, নূর উদ্দিনের ছেলে কাইছার, মো. সিরাজ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম, আব্দুল করিম মুন্সির

ছেলে মোবাশ্বির, আ. হাসিমের ছেলে নাসির উদ্দিন, আব্দুল লতিফের ছেলে মো. রুবেল মিয়া, আ. বাশিদের বাবর, নূর মিয়ার ছেলে তকদির হোসেন, মুহিবুর রহমানের ছেলে নাদিম হোসেন, আ. রহিম মোড়লের ছেলে রুকন উদ্দিন, সাদি রহমানের ছেলে নূর আলম, জিন্নাত আলীর ছেলে শাহ আলম, আব্দুল করিমের ছেলে

নজরুল ইসলাম, মো. আব্দুল মোতালিবের ছেলে জিহাদ মিয়া প্রকাশ জায়েদ।এছাড়া খোরশেদের ছেলে সুজন মিয়া, আমির হামজার ছেলে সুনা মিয়া ওরফে সুনাই, ময়না মিয়ার ছেলে ইয়াসিন মিয়া, আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে তোফাজ্জল, মুজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া, গোলাপ মিয়ার ছেলে আকসান,

দেলোয়ার হোসেন, লাল মিয়ার ছেলে হাদিস, আব্দুল মালেকের ছেলে আব্দুল সালাম, আব্দুল বারিকের ছেলে সাদ্দাম, গিয়াস উদ্দিনের ছেলে নাসির, ধনপুর গ্রামের রবি হোসেনের ছেলে তোতা মিয়া, শহিদ মিয়ার ছেলে মোহন মিয়া, আব্দুর রহমানের ছেলে তোতা মিয়া, নাচনী গ্রামের নূর আলীর ছেলে মো. রুবেল আহমদ, একই গ্রামের আকিল মিয়ার ছেলে ইলিয়াস মিয়া এবং চন্ডিপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com