1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন ও! - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন ও!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৮৫৭ বার পঠিত

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসু না বলে, আসন্ন ৪ঠা জানুয়ারি সংলাপে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলনআজ শনিবার সকালে রাজনৈতিক সংগঠনটির পল্টন কার্যালয়ে এ সিদ্ধান্ত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের

আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই সমঝোতা, সমন্বয় ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে।৭ দফা দাবি উপস্থাপন

করে তিনি আরও বলেন, নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠন নয়, দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত বলেও জানান তিনি।এর আগে, আজ

সকালে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গণফোরাম অংশ নেবেনা বলে জানিয়েছেন দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। সংলাপের নামে চা বিস্কুট খেয়ে সময়ে নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ

জানানো হয়েছে। তবে গণফোরামের একাংশ এতে অংশ নেবে না।এর আগে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে অর্থহীন মন্তব্য করে এতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের

ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে ২০শে ডিসেম্বর বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় পার্টি। আর ২২শে ডিসেম্বর জাসদ ও ২৬শে ডিসেম্বর বৈঠকে অংশ নেয় ন্যাশনাল আওয়ামী পার্টি। এরপর ২৮শে ডিসেম্বর

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সঙ্গে, ২৯শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসেন রাষ্ট্রপতি।ইতিমধ্যে আরও পাঁচ রাজনৈতিক দলকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমন্ত্রণ জানিয়েছেন। আগামী

৩রা জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি, একইদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ জানানো

হয়েছে। পরদিন ৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com