1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ম'র্মা'ন্তিক দূ'র্ঘ'টনা! - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ম’র্মা’ন্তিক দূ’র্ঘ’টনা!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৭৩১ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা একটি সিএনজি অটোরিকশা এবং একটি প্রাইভেটকারকে চাপা দেয়। বাসটি ফুটপাতের থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে কমপক্ষে ২০

জনআহত হয়েছে বলে জানা গেছে। নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী ছিলেন। আহতরা হলেন সিরাজ মাঝির ছেলে মো. রাজু, মো. আলীর ছেলে মো. কাউছার, ইসমাইল হোসেনের ছেলে মো. ফারুক, মনছুর

মিয়ার ছেলে মো. মানিক, জাহিদুল ইসলাম নিহাদ ও আব্দুল হাইয়ের ছেলে সিএনজি চালক মো. গফুর। তাদের মধ্যে ৫ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইজনকে জেলা সদর হাসপাতাল এবং গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৮-১০

জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে আসলে নিয়স্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে

থাকার দুইটি ভ্যারাইটিজ স্টোর ও একটি ফল দোকানে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই দুইটি গাড়ি ধুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে

হাসপাতালে পাঠাায়। কমলনগর থানার এসআই মো. জাহাঙ্গীর বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com