1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ব্রেকিং নিউজঃ মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১ - ২৪ ঘন্টাই খবর

ব্রেকিং নিউজঃ মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মেক্সিকোর পশ্চিমাঞ্চল। দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে এক ধরনের আতঙ্ক

বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এর আগেও একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পনের কেন্দ্রস্থল। সেখান থেকে এটির গভীরতা ছিল

প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল)। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর একটি ভিডিও বার্তায় বলেছেন, প্যাসিফিক বন্দর মানজানিলোতে একটি দোকানের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটি

মেয়র ক্লডিয়া শিনবাউম বলেছেন যে ভূমিকম্পের পরে রাজধানীতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। মেক্সিকোতে ১৯৮৫ এবং ২০১৭ সালের একই দিনে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল বলেও জানান

তিনি। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে। সোমবার,

মেক্সিকো সিটির পূর্ববর্তী দুটি বিপর্যয় চিহ্নিত করতে ইভেন্টের অংশ হিসাবে রাজধানীতে জরুরি মহড়া অনুষ্ঠিত হওয়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে ভূমিকম্পের অ্যালার্ম বেজে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com