শতাধিক মুসলিম নারীকে নিলামে তোলা অ্যাপ ‘বুল্লি বাই’-এর নির্মাতাকে ভারতের আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানায় দিল্লি পুলিশ। খবর এনডিটিভি।আইএফএসও
ইউনিটের উপপুলিশ কমিশনার কে পি এস মলহোত্রা গণমাধ্যমকে বলেন, নীরাজ বিষ্ণোই নামের ওই ব্যক্তিকে দিল্লি পুলিশের বিশেষ শাখা আইএফএসওর একটি দল আসাম থেকে গ্রেপ্তার করেছে। তিনি
গিটহাবের বুল্লি বাই অ্যাপের মূলহোতা ও নির্মাতা এবং অ্যাপটির প্রধান অ্যাকাউন্টধারী।পুলিশ সূত্র জানায়, বিষ্ণোই ভোপালের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে দিল্লিতে আনা হচ্ছে।এ
নিয়ে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে মুম্বাই পুলিশের সাইবার টিম গ্রেপ্তার করেছে। তারা হলেন মৈনাক রাওয়াল (২১) শ্বেতা সিং (১৯) এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাল কুমার। মুম্বাই
পুলিশ বলছে, শ্বেতা সিং এ চক্রের মূলহোতা।গত ১ জানুয়ারি শতাধিক মুসলিম নারীর তালিকা নিলামের জন্য অ্যাপে প্রকাশ করা হলে এ বিতর্কের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ জানায়, ইসমত আরা নামে এক সাংবাদিক মামলা
দায়েরের পর তারা এ বিষয়ে তদন্ত করছেন। এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার প্রকাশিত এমন বিজ্ঞাপন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।অ্যাপটি অনেকটা ‘সুল্লি ডিলস’-এর ক্লোনের মতো, যা গতবছর
অবমাননাকর শব্দ ‘সুল্লি’ ব্যবহার করে ‘ডিলস অব দ্য ডে’ বলে বিক্রির জন্য একটি ছবিসহ তালিকা প্রকাশ করেছিল।যদিও সত্যিকার অর্থে এখানে নারীদের কেনাবেচা হয়নি। তবে ওই অ্যাপের উদ্দেশ্য ছিল হেয় করা,
অপমান করা এবং হয়রানি করা।একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন, ‘বুল্লি বাই’ অ্যাপও সুল্লি ডিলসের মতো কাজ করে। অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে মুসলিম নারীদের ছবি একের পর এক
সামনে আসে।মুসলিম নারীরা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।তবে প্রতিবাদের মুখে অ্যাপটি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাব থেকে নামিয়ে ফেলা
হয়েছে।এর আগে অভিযোগের মুখে ‘সুল্লি ডিলস’ অ্যাপ সরিয়ে নেওয়ার পর গিটহাব জানিয়েছিল, ‘আমরা তদন্তের পর আমাদের নীতি লঙ্ঘনকারী কর্মকাণ্ডের জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট বাতিল করেছি।’