আজ বিকেলে বিভাগীয় প্রধান পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।আজ রবিবার ২ জানুয়ারি প্রশাসনিক
ভবনের সামনে সারাদিন অনশন কর্মসূচি পালনের পর বিকেল ৫টা থেকে রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের কার্যালয় ঘেরাও করে অনশন করছে অর্থনীতি
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।দেখা যায়, শিক্ষার্থীরা উপাচার্য দফতরের সামনে ফ্লোরে চট বিছিয়ে বসে আছে। শিক্ষক-শিক্ষার্থীরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।এ সময় অর্থনীতি বিভাগের সহকারী
অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিভাগীয় প্রধান পরিবর্তনের জন্য আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিয়েও পালন করেনি। আজ সারাদিন
প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে উপাচার্য দফতরের সামনে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এদিকে বিভাগীয়
প্রধান অপসারণের দাবিতে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিল অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।